জলের ধর্মকে কাজে লাগিয়ে আরো একটি পরীক্ষা আমরা করব, দেখা যাক কেমন একটা স্বতস্ফুর্ত কৌটো-ঘুর্নি তৈরী করা যায়।
যা যা লাগবেঃ খালি দুধের কৌটো, হাতুড়ি, পেরেক, শক্ত সূতো, এবং জল।
এখন যা করতে হবেঃ প্রথমে কৌটোর মুখের ধার বরাবর সামান দূরত্বে তিনটি ছোট ছিদ্র করে নিতে হবে। কৌটোর গা বরাবর আরো পাঁচটি ছোট ছিদ্র সমান দুরত্ব রেখে করে নিতে হবে। কৌটোর ওপরের দিকের ছিদ্র তিনটির সঙ্গে সুতো বেঁধে তাকে কোন গাছের নীচু ডালের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হল। এবারে কৌটোয় জল ভর্তি করা হল। দেখা যাবে ছিদ্র গুলি দিয়ে জল বেরিয়ে আসছে সেই সঙ্গে কৌটোটিও ঘুরতে শুরু করেছে।
কেন এরকম হয়ঃ ছিদ্রগুলি দিয়ে জল বেরিয়ে আসার জন্য কৌটো পেছন দিকে ধাক্কা খায়। এজন্য কৌটোটি ঘুরতে থাকে।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদক নীরদবরন হাজরা
মূল রচনা জয়ন্ত রায়
No comments:
Post a Comment