জলের ধারা বেঁকে যায়

আমরা জানি কল থেকে জল সোজা নীচে পড়ে। এটাও জানি যে মাধ্যাকর্ষন টানের জন্য এরকম হয়। এই টানকে বাতিল করে জলের ধারাকে বাঁকিয়ে দেওয়া গেলে কেমন হয়? কিভাবে? এবার করেই দেখা যায়।
এখন যা করতে হবেঃ   জলের কল খুলে সরু জলের ধারা তৈরী করা হল। এবার চিরুনি দিয়ে কিছুক্ষন ধরে ভালোমত চুল আঁচরে নিতে হবে। এখন যদি ঐ চিরুনিকে জলের ধারার কাছে আনা যায় দেখা যাবে চিরুনির আকর্ষনে জলের ধারা বেঁকে গিয়ে চিরুনির দিকে চলে আসবে।

যে কারনে এরকম হয়ঃ   মাথার চুলে ঘষা লেগে চিরুনিতে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এই স্থির তড়িৎ থাকার জন্য চিরুনী জলের ধারাকে আকর্ষন করে।

সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ 'ডঃ নীরদবরন হাজরা'
মূল রচনাঃ 'জয়ন্ত রায়'

No comments:

Post a Comment