লোহার ঘনত্ব জলের চেয়ে অনেক বেশি। তাই লোহার টুকরো জলে ডুবে যায়। এখন এমন একটা পরীক্ষা করব যেখানে দেখব লোহাকে জলের উপর ভাসতে। জেনে নেই কি কি করতে হবে।
উপকরনঃ শুধু মাত্র এক গ্লাস ভর্তি জল ও সেলাইয়ের সূচ।
কিভাবে করতে হবেঃ গ্লাস ভর্তি জলে একটা সূচকে আনুভুমিক ভাবে বুড়ো আঙুল ও তর্জনীর সাহায্যে ধরে খুব সাবধানে জলের ওপর ধরে ছেড়ে দাও। দু একবার চেস্টা করলেই দেখা যাবে সূচ জলের ওপর ভাসছে। এখন খুব কাছ ভাসমান সূচকে লক্ষ করলে দেখা যাবে জল গোটা সূচকে ভেজাতে পারেনি। সূচ জলে ভাসছে। এবার সূচে আস্তে করে টোকা দিলে সূচটি সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে।
কেন এমন হয়ঃ আমরা জানি যে কারনে সূচ জলের ওপর ভেসে ছিল তাকে বলে পৃষ্ঠটান। সূচের টোকা দেওয়ার ক্ষমতা পৃষ্ঠটানের ক্ষমতার চেয়ে অনেক বেশি। এই কারনে সূচের চারদিকের জল সূচকে ভিজিয়ে দিল এবং সূচটি জলে ডুবে গেল।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment