জলকে হাওয়ায় ধরে রাখা যায়

এই পরীক্ষাটিকেও ম্যাজিক বলে মনে হবে।

যা যা লাগবেঃ   জলের গ্লাস, জল আর একটি পোষ্ট কার্ড।
যেভাবে করবেঃ   পরীক্ষাটি ঘরের বাইরে করলে সবচেয়ে ভালো হয়। প্রথমে গ্লাস ভর্তি জল নেওয়া হল। এবারে গ্লাসের মুখ পোষ্টকার্ড দিয়ে চেপে ধরা হল। তবে লক্ষ রাথতে হবে গ্লাসের মধ্যে কোন বায়ু বুদবুদ থেকে গেছে কিনা। যদি থাকে তাহলে গ্লাসে আরও জল ঢালতে হবে। এখন গ্লাস ও তার মুখে পোষ্টকার্ডটিকে শক্ত করে চেপে ধরে গ্লাসটিকে উলটে দেওয়া হল। কি ঘটবে? সব জল গ্লাস থেকে পড়ে যাবে কি? না, গ্লাস থেকে জল বা পোষ্টকার্ড কিছুই পড়বে না।

কেন এমন হয়ঃ   পোষ্টকার্ডটি গ্লাসের মুখে চেপে থাকার ফলে গ্লাসের মধ্যে বায়ু প্রবেশের কোন ফাঁক নেই। বাইরের বায়ুর চাপে পোষ্টকার্ড ও গ্লাসের জল এক ভাবেই থাকবে। পড়ে যাবে না।

সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment