দেশলাই কাঠি দিয়ে আরও একটি মজার খেলা

দেশলাই কাঠি দিয়ে শুধু আগুন জ্বালানো যায় না, মজার খেলাও দেখানো যায়। ঠিক আগের মত অভ্যেস করে নিয়ে পারীক্ষাটি করে দেখা যাক। সবাই অবাক হয়ে যাবে।
যা যা সংগ্রহ করতে হবেঃ   একটা সেফটিপিন, দেশলাই কাঠি এবং ব্লেড।
এখন যা করতে হবেঃ   প্রথমে ব্লেড দিয়ে দেশলাই কাঠির বারুদের অংশটিকে ভালোমত চেছে নিতে হবে। এবার সেফটিপিন দিয়ে কাঠির ঠিক মাঝখানে একটা ফুটো করে তার মধ্যে সেফটিপিনটি পড়িয়ে দেওয়া হল। কয়েকবার দেশলাই কাঠিটিকে নাড়াচাড়া করে দেখে নেওয়া যাক ওটি সহজে ঘুরতে পারে কি না। এবারে সেফটিপিন বন্ধ করে দেওয়া হল। কাঠিটিকে ঘুরিয়ে সেফটিপিনের অন্য দাঁড়ার সঙ্গে ঠেকিয়ে দেওয়া হল। ঐ প্রান্তে আঙুলের ডগা দিয়ে জোরে সেফটিপিনের সঙ্গে চেপে ধরে হঠাৎ আঙুল সরিয়ে দেওয়া হল। এবার দেখা যাবে মজার কান্ডটা। ওভাবে আঙুল সরিয়ে  দেওয়াতে মনে হবে কাঠিটি পিন ভেদ করে অন্য দিকে চলে গেছে।

কেন এমন হয়ঃ   এটা ঠিক যে কাঠি পিন ভেদ করে যায়নি। আসলে আঙুল সরিয়ে নিতেই কাঠিটির মুখ ঘুরে গেছে এবং তার অন্য প্রান্তটি তখন পিনের অন্য দিকে গিয়ে ঠেকেছে। এটা এত তাড়াতাড়ি হয় যে মনে হয় যেন কাঠিটি পিন ভেদ করে চলে গেছে।

সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment