কি কি প্রয়োজনঃ স্বচ্ছ একটি কাঁচের বোতল বা শিশি হলেও হবে, অ্যালকোহল বা স্পিরিট, জল, ড্রপার, এবং রান্নার তেল।
এবারে যা করতে হবেঃ প্রথমে বোতলের ২/৩ ভাগ অ্যালকোহল দিয়ে ভর্তি করে নেওয়া হল। এবার ড্রপারে করে তেল নিয়ে ঐ তেল জল-অ্যালকোহলের মিশ্রনের ভেতর আস্তে আস্তে ছেড়ে দেওয়া হল। এখন যদি দেখা যায় যে তেলের ফোঁটাটি মিশ্রনের ঠিক মাঝখানে ভাসছে তাহলে আরও কিছু অ্যালকোহল সাবধানে ঢালতে হবে যতক্ষন না জলের ফোঁটাটি মিশ্রনের ঠিক মাঝখানে ভাসছে। এবারে যদি দেখা যায় যে তেলের ফোঁটা ডুবে যাচ্ছে তবে আবার সাবধানে জল ঢালতে হবে যাতে ফোঁটাটি মিশ্রনের ঠিক মাঝখানে আসে। এবার বোতলের ভেতর লক্ষ করলে দেখা যাবে একটা অদ্ভুত গোলক ঠিক মাঝখানে স্থির হয়ে রয়েছে।

অদ্ভুদ একটা জিনিস, তাই নয় কি? জেনে নেওয়া যাক কিভাবে এটা হল।
কারনঃ জল অ্যালকোহলের মিশ্রনের ঘনত্ব অ্যালকোহলের চেয়ে বেশি কিন্তু জলের ছেয়ে কম। এই ঘনত্ব কমিয়ে বা বাড়িয়ে আমরা তেলেত ঘনত্বের খুব কাছাকাছি এনে ফেলেছিলাম। সেই কারনেই তেলের ফোঁটা মিশ্রনের মদ্ধে ডুবেও ভাসতে থকল। এই ধরনের জিনিস বানিয়ে আমরা ঘরে রেখে দিলে সবার দৃষ্টি আকর্ষন এবং কৌতুহল আরও বেড়ে যাবে তাই নয় কি?
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment