আমাদের বাড়িতে যে শিলনোড়া আছে তা একরকমের পাথর। এই পাথর কিভাবে তৈরী তা জেনে নেই।
সগ্রহের তালিকায় থাকবেঃ জল, সস্প্যান, লবণ, চামচ, মিহি বালি এক গ্লাস পরিমান, পলিথিনের গ্লাস এবং পেরেক।
কি করতে হবেঃ প্রথমে সস্প্যানে দু কাপ জল ঢেলে গরম করতে দেওয়া হল। এবার জলে লবন ছেড়ে দিয়ে ক্রমাগত নাড়তে হবে। যতক্ষন জলে লবণ মিশে যাবে ততক্ষন জলে লবণ দিয়ে যেতে হবে। এইভাবে জলে ভালোভাবে লবণ মিশিয়ে নিয়ে সস্প্যানকে আঁচ থেকে নামাতে হবে। এখন ঐ লবণ গোলা জল পলিথিনের গ্লাসে ঢেলে নেওয়া হল এবং জলে বালি ঢালতে থাকা হল। সমস্ত গ্লাস বালি ভর্তি হয়ে গেলে গ্লাসের গায়ে কয়েকটা ফুটো করে দিতে হবে। বালির মধ্যে থাকা জল বালির ওপরে চাত দিয়ে বের করে দিতে হবে। এখন ঐ গ্লাসটিকে গরম কোন জায়গায় কিছুদিন রেখে দেওয়া হল। কিছুদিন পর সম্পুর্ন শুকিয়ে গেলে গ্লাস উলটো করে আস্তে আস্তে টোকা দিলে দেখা যাবে গ্লাস থেকে বালি জমে পাথরের আকার নিয়ে বেড়িয়ে আসবে।
কেন এরকম হয়ঃ গ্লাস থেকে যে পাথরটি বেড়িয়ে এসেছে সেটি হল বেলেপাথর। বালি জমে গিয়ে বেলেপাথর তৈরী হয়।
বাড়িতে শিলের ধার ভালোমত পরীক্ষা করলে দেখা যাবে সেখানে খুব পাতলা কতগুলি স্তর রয়েছে। এর কারন হল প্রথমে একটা স্তর পাথরে পরিনত হয়েছে তার উপর আর একটা স্তর জমেছে। এইভাবে পরের স্তরগুলো এক এক করে তৈরী হয়েছে। এই কারনেই শিলার নাম পাললিক শিলা।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment