বিষয়টি খুবই মজার। ভেজা দেশলাই কাঠি, তাও আবার জ্বালানো যাবে। পরীক্ষাটি করে ফেলতে পারলে কিন্তু দারুন একটা আকর্ষনীয় ব্যাপার হবে এবং বন্ধুরাও অবাক হয়ে যাবে। তাহলে এবার জেনে নেওয়া যাক পরীক্ষাটি করতে কি কি লাগবে।
উপকরনঃ দেশলাই বাক্স সমেত কিছু দেশলাই কাঠি, জল এর রং এর নেলপালিশ, ভালো একটা তুলি, সাবান এবং এক কাপ জল।
কিভাবে করতে হবেঃ প্রথমে দেশলাই কাঠিগুলোকে তুলি দিয়ে পাতলা করে নেলপলিশ লাগিয়ে নেওয়া হল। এবারে কাঠিগুলোকে সাবানের ওপর এমনভাবে গুজে দেওয়া হল যাতে একটা কাঠি যেন আর একটা কাঠির সঙ্গে লেগে না যায় এবং বারুদের দিকটা যেন ওপরের দিকে থাকে। এবারে কাঠিগুলোকে সারারাত ধরে শুকোতে দেওয়া হল। কাঠিগুলো ভালো করে শুকিয়ে গেলে আবার একবার করে ওগুলোর ওপর নেলপলিশ লাগিয়ে নিয়ে ঐ একই উপায়ে কাঠিগুলোকে শুকিয়ে নেওয়া হল। এবারে এক কাপ জলে কাঠিগুলোকে ফেলে দেওয়া হল। এখন যদি ঐ কাপ থেকে একটা একটা করে দেশলাই কাঠি তুলে নিয়ে আগুন জ্বালানো যায় তবে দেখা যাবে যে সবকটা কাঠিই জ্বলে উঠবে।
জেনে নেই ভেজা দেশলাই কাঠিগুলো কেন জ্বললোঃ যখন দেশলাই কাঠিগুলোতে নেলপলিশ লাগানো হল তখন নেলপলিশ কাঠির চারপাশে যে আবরন তৈরী করল তাতে কাঠিগুলোকে জলে ডুবোলেও জল বারুদ পর্যন্ত পৌছতে পারেনি। তাই এই জল অভেদ্য আবরন যুক্ত কাঠিকে যখন দেশলাই বাক্সের সঙ্গে ঘষা হচ্ছে তখনই বারুদের ওপরের নেলপালিশের আবরনটি উঠে যাচ্ছে এবং কাঠিগুলো জ্বলে উঠছে।
সাবধানতাঃ মজা যেন কখনই দুঃখের কারন না হয়। আগুনের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা দরকার।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ ডঃ নীরদবরন হাজরা
মুল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment