আমাদের সবার বাড়িতেই আলো, পাখা চলে বিদ্যুতের সাহায্যে, এবং বিদ্যুৎ আমাদের অনেক কাজেই লাগে তা আমরা জানি। এই ধরনের বিদ্যুৎকে বলে চলতড়িৎ আর কিছু রকমের বিদ্যুৎ আছে যাকে বলে স্থিরতড়িৎ। এই ধরনের বিদ্যুৎ এক জায়গায় থেমে থাকে। এবারে এই স্থিরতড়িতের উপরই আমরা একটা পরীক্ষা করব।
সংগ্রহের তালিকায় থাকবেঃ কিছু খৈ, বাটি, উলের সোয়েটার, গ্রামাফোন রেকর্ড (পুরনো)।
এখন যা করতে লাগবেঃ প্রথমে রেকর্ডের একপাশ সোয়েটার দিয়ে ভালোমত (৫ থেকে ৬ মিনিট) ঘষে নিতে হবে। বাটিতে কিছু খৈ নিয়ে রেখে দেওয়া হল। এবারে রেকর্ডটির যে দিকটা ঘষা হয়েছিল সেটিকে নীচের দিক করে খৈ ভর্তি বাটির কাছে নিয়ে যাওয়া হল। এখন দেখা যাবে রেকর্ডটিকে বাটির কাছে নিয়ে যাওয়া মাত্রই বাটি থেকে খৈ ছিটকে উঠে রেকর্ডে লেগে চারিদিকে ছড়িয়ে পড়বে।
কেন এরকম হয়ঃ রেকর্ডকে উল দিয়ে ঘষার জন্য রেকর্ডে তড়িৎশক্তি জমা হয়। বিজ্ঞানীদের ভাষায় যাকে বলে রেকর্ডে ইলেক্ট্রিক চার্জ জমা হয়। এই চার্জ আসলে ইলেক্ট্রন নামে একটি অতিক্ষুদ্র কণিকা। রেকর্ডের মদ্ধে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে পারেনা। তাই সে ঐ বিদ্যুৎ জমা করে রাখে। খৈ এর কাছে নিয়ে গেলে রেকর্ডটি খৈ কে আকর্ষন করে আর তাদের ইলেক্ট্রন কণা দিয়ে দেয়
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment