জল দিয়েতো আমরা অনেক মজার খেলাই দেখাতে পারি। এবারে জল দিয়ে যে মজার খেলাটি শিখব তার জন্য কি করতে হবে তা জেনে নিই।
যা যা প্রয়োজনঃ দুটো জলের গ্লাস, জল, গুঁড়ো সাবান, খবরের কাগজ, কাঁচি এবং চামচ।
কি করতে হবেঃ খবরের কাগজ দিয়ে দুটো একই মাপের পুতুল বানিয়ে নেওয়া হল। খেয়াল রাখতে হবে এদের মাপ যেন গ্লাসের থেকে ছোট হয়। এবার দুটো গ্লাসে জল ভড়া হল। যে কোন একটি গ্লাসে চামচ দিয়ে অল্প পরিমান গুঁড়ো সাবান মিশিয়ে দেওয়া হল। এখন খবরের কাগজ দিয়ে বানানো পুতুল দুটোকে একই সঙ্গে গ্লাস দুটোয় ফেলে দেওয়া হল। দেখা যাবে যে গ্লাস দুটোর মদ্ধে যে গ্লাসটিতে সাবান গুঁড়ো মেশান হয়েছিল তাতে কাগজের পুতুলটি খুব তাড়াতাড়ি জলে তলিয়ে যাবে।
কেন এরকম হল? জলে সাবান মেশালে জলের পৃষ্ঠটান কমে যায়। তাই সাবান গোলা জলের ভিজিয়ে দেওয়ার ক্ষমতাও বেড়ে যায়। এইজন্য খবরের কাগজের পুতুলটি সাবান জলে মেশানোতে সেটি খুব তাড়াতাড়ি ভিজে যাওয়ায় ঐ গ্লাসের মদ্ধে ডুবে গেল আর অন্য গ্লাসের পুতুলটি আগেরটির তুলনায় একটু দেরিতে ডুবে গেছে।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ ডঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment