লোহার পেরেককে কিভাবে বিজ্ঞানের সাহায্যে তামার পেরেকে পরিনত করা যায় তা পরীক্ষা করে দেখা যাক।
উপকরনঃ কিছু তামার তার(ইলেক্ট্রিক তার থেকেও নেওয়া যেতে পারে), ভিনিগার, লবন, লোহার পেরেক, শিরীষ কাগজ, গ্লাস।
পদ্ধতিঃ প্রথমে লোহার পেরেককে শিরীষ কাগজ দিয়ে ঘষে চকচকে করে নিতে হবে। এবার গ্লাসের মদ্ধে ভিনিগার আর লবন ফেলে ভালো করে ঘেটে তার মদ্ধে তামার তার এবং লোহার পেরেকটি ফেলে দিতে হবে। কিছুক্ষন পর দেখা যাবে লোহার পেরেকের গায়ে তামার চকচকে আবরন পড়েছে।
মজার পরীক্ষাটির কারনটা এবারে জেনে নেই।
কেন এমন হয়ঃ তামার টুকরোর সঙ্গে ভিনিগার ও লবনের বিক্রিয়া হয়ে একরকমের যৌগ তৈরী হয়। এই যৌগ হতে লোহার পেরেকের গায়ে তামার আবরন জমে যায়।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment