লেবু দিয়ে ব্যাটারি বানানো যায়

টর্চ জ্বালাতে, রেডিও, টেপ রেকর্ডার বাজাতে ব্যাটারি লাগে। এদের আমরা দেখেছি। কিন্তু লেবু দিয়ে ব্যাটারি? শুনতে অবাক লাগছেতো? তবে এই পরীক্ষাটাই করে দেখা যাক।
সংগ্রহের তালিকায় থাকবেঃ   তামার শক্ত তার(১ বা ১/২ ইঞ্চি লম্বা), একই মাপের দস্তার তার, একটা পাতি লেবু এবং শিরিষ কাগজ।
এবারে যা করতে হবেঃ   শিরিষ কাগজ দিয়ে তামা এবং দস্তার তার ভালো করে ঘষে নিয়ে এবং টাটকা পাতিলেবুর ওপর ঐ তার বিধিয়ে দেওয়া হল। দুটো তারের মদ্ধে আধ ইঞ্চির মত ফাঁক থাকতে হবে। আর অর্ধেকটা পরে বেঁধাতে হবে। এখন যদি জিবের ডগা দিয়ে তার দুটোর প্রান্ত একসঙ্গে স্পর্শ করা যায় তবে জিবে হালকা একটা চিনচিনে অনুভুতি টের পাওয়া যাবে।

কেন এরকম হয়ঃ   এই যে জিনিসটা তৈরী করা হল তা হল ব্যাটারি তৈরীর  গোড়ার কথা। লেবুর মদ্ধে অ্যাসিড আর জল থাকে। তার ফলে ঐ অ্যাসিড-জল তামা আর দস্তার সঙ্গে বিক্রিয়া করে খুব সামান্য তড়িৎ উৎপন্ন করে আর তাই জিবে ঐ রকম অনুভুতি তৈরী করেছে।

[বিঃ দ্রঃ- চলতি কথায় আমরা ব্যাটারি বলি, যেমন দু ব্যাটারির টর্চ, বা রেডিওটা চরটে ব্যাটারিতে চলে। আসলে এই কথাটা ঠিক নয়। বলা উচিত সেল বা কোষ। অনেকগুলো সেল দিয়ে তৈরী হয় একটি ব্যাটারি]

সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment