ত্রিশঙ্কু অবস্থা বলতে কি বোঝায় তা প্রথমে একটি গল্পের ছোট্ট একটু অংশ বলে নেওয়া যাক।
পুরাকালে এক রাজা স্বর্গে পৌছাতে না পেরে তিনি থেমে গিয়েছিলেন। মানে তাঁকে স্বর্গ আর মর্তের মাঝে থেমে যেতে হয়েছিল। আর এইরকম দুটি অবস্থার মধ্যে থেমে থাকাকে বলে ত্রিশঙ্কু অবস্থা। তাহলে এই রকম একটি পরীক্ষা করে দেখা যাক।
পরীক্ষাটির জন্য সংগ্রহ করতে হবেঃ একটি টাটকা কাঁচা ডিম, দুটো জলের গ্লাস, জল এবং লবন।
এখন যা করতে হবেঃ একটি গ্লাসে অর্ধেক পরিমান মত জলে যদি একটি ডিম ছেড়ে দেওয়া যায় তবে ডিম জলের মধ্যে ডুবে যাবে তাইতো? এবার ঐ জলে যদি কয়েক চামচ লবন মেশান যায় দেখা যাবে ডিম জলে ভেসে থাকবে।
এবার ডিমটিকে তুলে নেওয়া হল। অন্য গ্লাসে জল নিয়ে প্রথম গ্লাসের ধার ঘেঁষে ধীরে ধীরে খুব সাবধানে কানা পর্যন্ত ঢেলে দিতে হবে। এখন ডিমটিকে জলের ওপর আস্তে করে ছড়ে দেওয়া হল। দেখবে ডিমটা জলে ডুবে যেতে যেতে মাঝখানে এসে থেমে গেল। আর সেখান থেকে সে আর ডুববে না।
কেন এমন হয়ঃ এরকমত দেখাই যায় যে কিছু জিনিস(যেমন কাঠ, প্লাস্টিক) জলে ভাসে আর কিছু জিনিস(যেমন লোহা, কাঁচ) জলে ডুবে যায়। ডিম জলে ডুবে যায়, কারন ডিমের ঘনত্ব জলের চেয়ে বেশি। কিন্তু লবন জলে ডিম কিন্তু ভাসে, কারন লবন জলের চেয়ে ডিমের ঘনত্ব কম। আমাদের এই পরীক্ষাটিতে আমরা এমনভাবে লবন ও জল মিশিয়ে ছিলাম যাতে গ্লাসের মধ্যে নিচের অর্ধেক ছিল লবন জল, আর ওপরের বাকী অংশে ছিল শুধু জল। তাই ডিমটি ছেড়ে দেওয়ার পর ওপরের খালি জলের মধ্যে ডুবে গেছে কিন্তু নিচের জলে লবন মেশন থাকাতে লবন জলের মধ্যে ভেসে ছিল।
সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল সম্পাদকঃ জয়ন্ত রায়
No comments:
Post a Comment