"বাড়িতে তৈরী রোপওয়ে"

রোপওয়ের কথাতো আমরা সবাই জানি। পাহাড়ি এলাকায় দেখা যায়। খুব লম্বা দড়ি অনেকদুর পর্যন্ত তাঙানো থাকে। ঐ দড়িতে ঝোলানো থাকে একরকমের গাড়ি। দড়ি বেয়ে চলে ঐ গাড়ি। এক পাহাড়ের চুড়া থেকে চলে যাওয়া যায় আরেক পাহাড়ের চুড়ায়। দারুন মজার জিনিস। খেলার ছলে আমরা যদি বাড়িতেই একটা রোপওয়ে তৈরী করতে পারি সেটাও তো খুব মজার। দেখে নেই কিভাবে করা যায়।
যা যা দরকারঃ   দুটো চেয়ার, দশ বারো ফুট লম্বা ও শক্ত সুতো, পলিথিনের স্ট্র, সেলোটেপ এবং বেলুন।
কি করতে হবেঃ   তিন ইঞ্চি লম্বা করে স্ট্র কেতে নেওয়া হল এবং ঐ স্ট্রয়ের মধ্যে দিয়ে সুতো পরিয়ে নেওয়া হল। দুটো চেয়ারকে আট-দশ ফুট দুরত্বে রেখে মাঝখান দিয়ে টান টান করে শক্ত সুতো বাঁধা হল। এবারে একটি বেলুন ফুলিয়ে বেলুনের মুখটা টিপে ধরে সেলোটেপ দিয়ে বেলুনটাকে স্ট্রয়ের সঙ্গে আটকে দেওয়া হল। এখন যদি বেলুনটাকে ছেড়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে স্ট্র সমেত বেলুনটা সুতো বেয়ে দ্রুত গতিতে ওপাশে চলে গেল।

এটাই হল রোপওয়ে। নাইবা এতে চড়া গেল কিন্তু হলতো মজার জিনিস।
এবার জেনে নেই কি ভাবে এটা হলঃ    বেলুন যখন ফোলান হয় তখন বেলুনের ভেতর হাওয়া বেশ চাপের মদ্ধে থাকে বেলুনের মুখ খুলে দেওয়া মাত্রই ঐ মুখের দিকে চাপ কমে যায় অথচ সামনের দিকের চাপ বেড়ে যায়। আর তাই বেলুন সামনের দিকে এগিয়ে যায়।

সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ ডঃ নীরদবরন হাজরা
মুল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment