অঙ্কুরের শক্তিও কম নয়

গাছের অঙ্কুরের গায়ের জোরও কম নয়। অঙ্কুরের জোর জানবার পরীক্ষাটি করে যাক।
যা যা লাগবেঃ   দশ বারোটা ছোলার দানা, মাটির গ্লাস, মাটি, জল এবং ছবি বাঁধানোর কাঁচ বা পাতলা কাঁচ।
এবার যা করতে হবেঃ   মাটির গ্লাসে কানার কিছুটা নিচ পর্যন্ত মাটি ভর্তি করে তার মধ্যে ছোলার দানাগুলো লাগিয়ে দেওয়া হল। এবার দানার ওপরে হালকা করে মাটি ছড়িয়ে দিতে হবে, তার ওপরে হালকা করে জল ছিটিয়ে দিতে হবে। এরপর কোন জায়গায় গ্লাসটিকে রেখে দেওয়া হল। কিছুদিন পরে দেখা যাবে ছোলার দানা থেকে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে। এবার গ্লাসের মুখে কাঁচ দিয়ে ঢাকা দেওয়া হল। দেখা যাবে কয়েকদিন পর ছোলার অঙ্কুর কাঁচটিকে ঠেলে ওপরে তুলে ধরেছে।

এর কারন কিঃ   ঐ ছোট্ট ছোট্ট অঙ্কুরে কি এত জোর আছে যা ভারী কাঁচকে তুলে ধরলো? আসলে গাছ বড় হওয়ার সময় প্রচন্ড চাপ দিতে পারে, আর সেই জন্য দেয়ালের গায়ে, ছাদের কার্নিশে যে সব গাছ জন্মায় তারা বড় হবার সঙ্গে সঙ্গে দেয়াল ফাটিয়ে দিতে পারে।

সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment