কাগজের পাএে জল ফোটাও

কথাটা শুনলে প্রথমে অবাস্তব মনে হলেও পরীক্ষার শেষে দেখবে সত্যিই তা করা যায়। বন্ধুবান্ধবকে দেখালে তারাও অবাক হবে।

তোমার যা যা সংগ্রহ করতে হবেঃ কাগজ, জেমস ক্লিপ, চারটে, জল, মোমবাতি, দেশলাই, চিমটে, তোমার যায়ের সাহায্য।
এখন যা যা করবেঃ ছবি অনুযায়ী কাগজ ভাঁজ করে একটা পাএ তৈরি করা। তার খোলা দিকে ক্লিপ লাগিয়ে বন্ধ করো। মাকে বলো মোমবাতিকে কোন সুবিধাজনক জায়গায় দাঁড় করিয়ে জ্বালিয়ে দিতে। মাকেই বলো ঐ পাএে কিছু পরিমান জল ঢেলে মোমবাতির শিখার ওপর মিটের সাহায্যে ধরতে। দেখবে ওবাক লাগবেই,[কেননা মনে হতে পারে কাগজে বুঝি আগুন লেগে যাবে] যে কাগজ পাএের জল কিছুক্ষণের মধ্যেই টগবগ করে ফুটতে শুরু করে দিল।

কেন এমন হয়ঃ জল ১০০ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাএায় ফোটে। কিন্তু কাগজ পোড়াতে আরও তাপমাএা প্রয়োজন। এখানে পাএের মধ্যে জল থাকার জন্য পাএের তাপমাএা ১০০ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে পারে না। তাই যতক্ষন পাএে জল থাকবে ততক্ষণই ওতে কোন আগুন ধরবে না।

সংকললঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরণ হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment