"মাকড়সারা কেমন করে খায়"

মাকড়সার জাল দেখেছ। সে জাল পাতে কেন? পোকামাকড় ধরার জন্য। কেউ কেউ মাকরসার জালে ধরাপরা পোকামাকড়ও দেখেছ। কিন্তু মাকড়সা তাকে খায় কি করে? মাকড়সার খাওয়াটা খুব মজার ব্যাপার। জেনে নাও বিষয়টা।
এই জিনিষগুলি সংগ্রহ করোঃ মাকড়সার জালের কাছে গিয়ে একটা সাদা কাগজে কয়েকটা মরে শুকিয়ে যাওয়া পোকা সংগ্রহ করো
কি কি করবে ? একটা সেফটি পিনের মুখ দিয়ে ঐ সব পোকাদের খুঁচিয়ে দেখ। দেখবে শুধু খোলাটা ছাড়া ভেতরে কিছুই নেই। গেল কোথায় ভেতরের অংশ। জালে একটা পোকা ধরা পড়লেই মাকড়সা তার চারপাশে সুতো বুনে ঘিরে দেয়। এর জন্যে পোকাটা সেই জায়গা ছেড়ে নড়তে পারে না। মাকড়সার মুখে এমন কোনো দাঁত নেই যা দিয়ে পোকাটাকে কামড়ে খাবে। তার খুব ছোট ধাঁরালো দাঁত দিয়ে পোকার শরীরে একরকম জিনিস পুরে দেয়। এর ফলে পোকার ভেতরটা নরম ও তরল হয়ে যায়। তার পর সে ঐ তরল শুষে খেয়ে নেয়।




সংকলনঃ 'খেলার ছলে বিজ্ঞান'
সম্পাদকঃ নীরদবরন হাজরা
মূল রচনাঃ জয়ন্ত রায়

No comments:

Post a Comment